রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
নরসিংদী থেকে ফালু মিয়া:
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে অনেক প্রতীক্ষিত একটি রাস্তা যা যুগ যুগ ধরে মানুষের প্রয়োজন পূরণে অপরিহার্য ছিল। পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চন্ডিতলা পর্যন্ত ২.৬ কিলোমিটার ২০২৩ এর শেষের দিকে মনোহরদী থানা এলজিইডি এর অধিনে রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়। রাস্তাটির কাজ সম্পন্ন হলে অনেক গুলো গ্রামের মানুষ এর সন্তুষ্টি প্রকাশ করেন। এবং আনন্দ উপভোগ করেন। দীর্ঘ ২.৬০০ কিলোমিটার রাস্তাটি আগে যেখানে পায়ে হেটে অধিক সময় নিয়ে পাড়ি দিতে হতো রাস্তাটি নির্মাণের পর অল্প কিছু সময়ে পাড়ি দেওয়া সম্ভব হয়। তাতে করে সকল মানুষের দৈনিক কাজ সহজ হয়।কিন্তু ২০২৩ পাড়ি দিতেই ২০২৪ ইং বৎসরটিতে কিছু অসাধু ব্যক্তিবর্গ ইট ভাটার মাটি কাটার জন্য রাস্তাটি ব্যবহার করতে থাকে। এতে করে অতি অল্প সময়ে রাস্তাটি ভেঙ্গে ফেলে। খোঁজ নিয়ে জানা যায় কাছাকাছি থাকা ইট ভাটার মালিক কিরণ সাহেবের ভাটায় মাটি নেওয়া হয়। সেখানে মাটি কাটার জন্য মধ্যস্থতা করেন বড়চাপা গ্রামের নামা পাড়ার নাজমুল ও উক্ত ভাটার অন্য আর একজন শেয়ার মোহাম্মদ খোরশিদের বড় ছেলে রুপালী মেম্বার। ওদের এহেন কর্মকান্ডে এলাকার জনসাধারণ খুবি মর্মাহত। তাদের বিরুদ্ধে কেও বাধা দিতে গেলে পরতে হয় বিপদে। তারা বড় বড় নেতার পাওয়ার দেখিয়ে বিকলাঙ্গ সহ প্রাণ নাশের হুমকি দেয়। এবং সামাজিক ভাবে অনেক হেনস্তার শিকার করেন।সকল মানুষ তাদের বয়ে চুপ করে থাকেন। যদিও চোখের সামনে অনেক বড় বড় অন্যায় হতে দেখে। এলাকা বাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি করছেন যেন এমন দুর্দশা থেকে মুক্তি মিলে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মেরামতেরও প্রয়োজন এবং ভাঙ্গা রোদ করা প্রয়োজন। মনোহরদী উপজেলার এলজিইডির বিশেষ নজরদারি আওতায় আনার জুর দাবি জানানো হচ্ছে।