শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
মোঃ জাহিদুর হক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন এর শ্রীরামপুর এলাকায়, ভূমিদস্যু ও মামলাবাজ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক – এ্যাডভোকেট লোকমান হাকিম সহ জাহাঙ্গীর আলমের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর, তালতলা তিন রাস্তা মোড় এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. সাইদুর রহমান লেবু, আলী আশরাফ, তুরাব আলী, আবু সাঈদ, শামছুল ইসলাম তালুকদার সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর এ্যাডভোকেট লোকমান হাকিম ও তার ভাই জাহাঙ্গীর বিভিন্ন সময়ে মিথ্যা ও হয়রানি মুলক ১৬ টি গায়েবি মামলা করে আমাদের বাড়ি ছাড়া করেছে। এছাড়াও বিভিন্ন জমি ক্ষমতার দাপট দেখিয়ে বে দখল করেছে। তাদের বিরুদ্ধে যে কথা বলতে গেছে তার নামে দেওয়া হয়েছে মিথ্যা মামলা, এলাকার সাধারণ জনগণ অ্যাডভোকেট লোকমান হাকিমের কাছে কোন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য গেলে তাকে দিয়ে মিথ্যা মামলা করায় এবং যার নামে মামলা করেছে তাকে দিয়েও আরেকটি মামলা করায়, এভাবে গ্রামের প্রায় ২০ টি পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং যা এখনো চলমান, আমরা এলাকাবাসী এই মামলাবাজ ও ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাই। মানববন্ধনে হাজীপুর আকড়া, শ্রীরামপুর এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।