শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বসতবাড়ির পিছনের গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার প্রশিক্ষা ধরণীগঞ্জ শাখার কিস্তি অফিসার আজম ইসলামের অনৈতিক প্রস্তাব: ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে অনলাইনে চাকরি ও ব্যবসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ লক্ষীচাপ বল্লমপাঠে ফুটবল প্রীতি ম্যাচ: যুব সমাজকে মাদকমুক্ত রাখার উদ্যোগ সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার ডাকসু নির্বাচনে বাধা নেই: হাইকোর্ট ২০ টাকায় ডিএমএফ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসার অভিযোগ কুষ্টিয়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিরুদ্ধে
এ্যাড. লোকমান হাকিমের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

এ্যাড. লোকমান হাকিমের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

মোঃ জাহিদুর হক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন এর শ্রীরামপুর এলাকায়, ভূমিদস্যু ও মামলাবাজ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক – এ্যাডভোকেট লোকমান হাকিম সহ জাহাঙ্গীর আলমের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর, তালতলা তিন রাস্তা মোড় এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. সাইদুর রহমান লেবু, আলী আশরাফ, তুরাব আলী, আবু সাঈদ, শামছুল ইসলাম তালুকদার সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর এ্যাডভোকেট লোকমান হাকিম ও তার ভাই জাহাঙ্গীর বিভিন্ন সময়ে মিথ্যা ও হয়রানি মুলক ১৬ টি গায়েবি মামলা করে আমাদের বাড়ি ছাড়া করেছে। এছাড়াও বিভিন্ন জমি ক্ষমতার দাপট দেখিয়ে বে দখল করেছে। তাদের বিরুদ্ধে যে কথা বলতে গেছে তার নামে দেওয়া হয়েছে মিথ্যা মামলা, এলাকার সাধারণ জনগণ অ্যাডভোকেট লোকমান হাকিমের কাছে কোন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য গেলে তাকে দিয়ে মিথ্যা মামলা করায় এবং যার নামে মামলা করেছে তাকে দিয়েও আরেকটি মামলা করায়, এভাবে গ্রামের প্রায় ২০ টি পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং যা এখনো চলমান, আমরা এলাকাবাসী এই মামলাবাজ ও ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাই। মানববন্ধনে হাজীপুর আকড়া, শ্রীরামপুর এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com