শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার খবর বিশ্ব মিডিয়ায় উত্তরবঙ্গের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জ আগমন উপলক্ষে বিশাল জনসভা লাল্টু বাহিনীর কাছে জিম্মি এলাকাবাসী,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানাহানিতে ধ্বংসের কিনারে কুমারখালির পাহাড়পুর জয়পুরহাটের পুনটে ইউনিয়ন বিএনপির আয়োজনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে যুবদলের ৪৬,তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা তাড়াশে স্বামীর ওপর অভিমান করে গলায় ওরনা পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান গোলাম মর্তুজা ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিতে আইনি নোটিশ ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বড় ও ব্যয়বহুল ক্যালিগ্রাফি ‘তুফান’
চলন্ত গাড়িতে চালকের মোবাইল ব্যবহার, ৬২ মামলা

চলন্ত গাড়িতে চালকের মোবাইল ব্যবহার, ৬২ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় চলন্ত গাড়িতে বসে চালকরা মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৬২টি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোঃ মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিনভর রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ৩৩টি ভিডিও মামলা ও সরাসরি ২৯টি মামলা দেয়া হয়েছে।

 

এছাড়াও অভিযানকালে ২ হাজার ৪৩০টি মামলা ও ৯ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১১টি গাড়ি ডাম্পিং ও ২৮১টি গাড়ি রেকার করা হয়।

 

উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য নয়টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৪টি মোটরসাইকেল আটক করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com