সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় চলন্ত গাড়িতে বসে চালকরা মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৬২টি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোঃ মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিনভর রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ৩৩টি ভিডিও মামলা ও সরাসরি ২৯টি মামলা দেয়া হয়েছে।
এছাড়াও অভিযানকালে ২ হাজার ৪৩০টি মামলা ও ৯ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১১টি গাড়ি ডাম্পিং ও ২৮১টি গাড়ি রেকার করা হয়।
উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য নয়টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৪টি মোটরসাইকেল আটক করা হয়।