বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :

এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার জব্দ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৭

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে যৌথ বাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র চরঘাসিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি, বসতভিটা ও মেঘনা নদীর তীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি এনএসআই-এর নজরে এলে, তাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রশাসনের যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের মধ্যে রয়েছেন রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আরিফ, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবদুল মান্নান বেপারী (পিতা: তাজুল ইসলাম বেপারী), উত্তর চরবংশী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য তোফায়েল মাতাব্বর (পিতা: বাবুল মাতাব্বর) এবং উত্তর চরবংশী ইউনিয়ন যুবলীগের সদস্য জামাল মাতাব্বর (পিতা: রফিক মাতাব্বর)।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের মদদে দীর্ঘদিন ধরে এ চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনের শঙ্কা বাড়ছে। অভিযানের পরও যদি এ অবৈধ কার্যক্রম বন্ধ না হয়, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com