রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
মোঃমিঠু হাওলাদার, উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী:
পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মো. হালিম হাওলাদার (৬০)। তিনি পূর্ব সুবিদখালী গ্রামের ১নং ওয়ার্ডের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী সুবিদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পূর্ব সুবিদখালী গ্রামের কৃষক হালিম হাওলাদার বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ দৈনিক আলোর জগত কে বলেন, নদীর চরে গরু আনতে গিয়ে পূর্ব সুবিদখালী গ্রামের হালিম হাওলাদার নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।