বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আবাসিক ও বাণিজ্যিক ভবনে নকশার বাইরে চালু করা সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও জারি করেছে সংস্থাটি।
এতে বলা হয়, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কেউ ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ চালানোয় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানি ঘটেছে।
ডিএসসিসির কর্মকর্তা জানান, ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীরে উপস্থিত হয়ে তথ্য দেওয়ার পর সেগুলো চালু করা হবে। এছাড়া প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি দেওয়া হবে।
গত বছরের মার্চে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হন। ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সে সময় ফায়ার সার্ভিস জানায়, এই রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর রেস্তোরাঁগুলোতে অভিযান চালায় পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে খুব বেশিদিন সে অভিযান চলে নি।