রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডা, সাতারকুল, গজারিয়া মৌজার কিছু জমিতে স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উক্ত কর্মকাণ্ড বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫); রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০; পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর পরিপন্থি। এমতাবস্থায় অনতিবিলম্বে উক্ত বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।