শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮কোটি টাকা পাচারের অভিযোগ বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া গাজীপুরে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিকের উপর হামলা: রিপোর্টার তুহিন নিহত, আরেকজন গুরুতর আহত দেশবরণ্য সাংবাদিক সাঈদুর রহমান রহমান রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী মিনিবাস পুকুরে উল্টে আহত ২০,নিখোঁজ ১ মোহনপুরে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে কোল্ড স্টোরেজে ডাকাতি, টাকাসহ মালামাল লুট ভূমি অধিগ্রহণে ঘুষ বাণিজ্য, নরসিংদীতে ক্ষতিগ্রস্তদের আহাজারি
গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি এবং মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বি৬#নাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৫৫৪ কেজি  ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে গোদাগাড়ী পৌরসভার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সারমিন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযানের সময় দোকান থেকে প্রায় ৩,৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়। এসব সারের মান পরীক্ষায় দেখা যায়, সেগুলোর উপাদান অনুপাতে ঘাটতি ছিল, যা জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। ভেজাল সারগুলো ধ্বংস করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের ঠকানো এবং জমির উর্বরতা শক্তি ধ্বংস করার জন্য যারা ভেজাল সার সরবরাহ করে, তাদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, “এই অভিযান আমাদের মতো কৃষকদের জন্য অনেক সহায়ক। আমরা চাই, বাজারে যেন শুধু অনুমোদিত ও গুণগত মানসম্পন্ন সার পাওয়া যায়।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতকে সুরক্ষা দিতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই কৃষকের সঙ্গে প্রতারণা বরদাস্ত করা হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com