বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াগাতীতে পুজামণ্ডপ পরিদর্শন ও উন্নয়ন অঙ্গীকার: শান্তি ও ঐক্যের বার্তা গ্রাহকের টাকায় বেহিসাবি ব্যয় ৮৩৩ কোটি টাকা :৪৩ বিমা কোম্পানি তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার অমি কুড়িগ্রাম রাজারহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ-এর শুভেচ্ছা বিনিময় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আস্থা লাইফ ইন্স্যুরেন্সের দুর্বল বীমা কোম্পানি পুনর্গঠনে তহবিল দিন কাজ করছে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়নে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা শশুড় কর্তৃক ছেলের বউ ধর্ষণ চেষ্টা দৃঢ় অনুবর্তিতা অবৈধ অর্থপ্রবাহের বিরুদ্ধে কুড়িগ্রামে এক বছরে গ্রাম আদালতে ২৩৩৫ মামলা নিষ্পত্তি

গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৭
গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি এবং মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বি৬#নাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৫৫৪ কেজি  ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে গোদাগাড়ী পৌরসভার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সারমিন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযানের সময় দোকান থেকে প্রায় ৩,৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়। এসব সারের মান পরীক্ষায় দেখা যায়, সেগুলোর উপাদান অনুপাতে ঘাটতি ছিল, যা জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। ভেজাল সারগুলো ধ্বংস করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের ঠকানো এবং জমির উর্বরতা শক্তি ধ্বংস করার জন্য যারা ভেজাল সার সরবরাহ করে, তাদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, “এই অভিযান আমাদের মতো কৃষকদের জন্য অনেক সহায়ক। আমরা চাই, বাজারে যেন শুধু অনুমোদিত ও গুণগত মানসম্পন্ন সার পাওয়া যায়।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতকে সুরক্ষা দিতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই কৃষকের সঙ্গে প্রতারণা বরদাস্ত করা হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com