বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
“নরসিংদী শহর সমাজসেবা কার্যালয় দুর্নীতির আখড়া নাকি জনসেবার বাতিঘর” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিম।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ০৯ আগস্ট ২০২৫ইং তারিখ মঙ্গলবার দেশ অর্থনীতি, ভিশন বাংলা ও দৈনিক বাংলা ভূমি অনলাইন পত্রিকায় ১ম পৃষ্ঠার ১ম কলামে “নরসিংদী শহর সমাজসেবা কার্যালয় দুর্নীতির আখড়া নাকি জনসেবার বাতিঘর” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে।
উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সংবাদের বিভিন্ন অংশে উল্লেখ করা হয়েছে যে, এই অফিসে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য, অর্থ আত্মসাত, ভুয়া ভাউচার প্রদর্শন করে টাকা উত্তোলন, বিভিন্ন সমিতি বা ক্লাবের নামে বরাদ্দকৃত অর্থ বিতরণে অনিয়ম ইত্যাদি কার্যক্রম চালু রয়েছে, যা বাস্তবতার সাথে কোনোভাবেই মিল নেই।
এছাড়া, প্রতিবেদনে তরোয়া এলাকার বিধবা বাতাসী বেগমের সরকারি সহায়তা না পাওয়া সংক্রান্ত বক্তব্য এবং “জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠানটি দুর্নীতির বাসা বেঁধেছে” — এই ধরনের মন্তব্য ভিত্তিহীন ও অসত্য।
নরসিংদী শহর সমাজসেবা কার্যালয় সরকারের নিয়মনীতি মেনে সেবা প্রদান করে আসছে। আমাদের জানা মতে, ইচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়নি এবং আমরা কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য।