বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত কমিটিতে এম. পরাণ ফয়সালকে সভাপতি এবং ওয়াহিদ হাসান নাবিলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া ওয়াহিদ হাসান নাবিল টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কৃতি সন্তান।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (২৫ সেপ্টেম্বর) এই কমিটি অনুমোদন পায়।
নব-দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান নাবিল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের মোঃ মাহমুদুল হাসানের পুত্র। তাঁর পিতা নাগরপুর উপজেলার যমুনা এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর হিসেবে পরিচিত। নাবিল বর্তমানে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) করছেন।
ওয়াহিদ হাসান নাবিলের পরিবারে ছাত্রদল ও বিএনপির রাজনীতির এক দীর্ঘ ঐতিহ্য বিদ্যমান। তাঁর প্রয়াত বড় মামা মো. হারুন অর রশিদ হারুন নাগরপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং একসময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের গুরুদায়িত্বও পালন করেছেন।
তার আরেক মামা, অ্যাড. মো: আব্দুল আলীম মিয়া,সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে কাজ করেছেন।এছাড়াও, তাঁর মামাতো ভাই সাব্বির হাসান সূর্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ ইউনিট শহীদ জিয়াউর রহমান হল শাখার সাবেক সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
নাবিল মনে করেন, পরিবারের এই সমৃদ্ধ ও সংগ্রামী রাজনৈতিক পটভূমি তাঁকে ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালনে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অদম্য সাহস ও প্রেরণা যোগাবে।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় ওয়াহিদ হাসান নাবিলকে তাঁর নিজ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী এবং সহপাঠীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।