নরসিংদীর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন।
০৭/১০/২০২৫ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকা হতে ইং ০৮/১০/২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ দুলাল আকন্দ স্যারের দিক নিদের্শনা য় এসআই (নিঃ)/মোঃ শহীদুর রহমান, সঙ্গীয় ফোর্সদের সহায়তায় মনোহরদী থানাধীন চালাকচর ইউনিয়নস্থ হাফিজপুর মাইজের কান্দা শেখ বাড়ি মোড় জনৈক নুরুল হকের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী-১। মো: সাইদুল ইসলাম (২৪), পিতা- সুরুজ মিয়া, মাতা- রুবিয়া, সাং- হাফিজপুর (নমির মোড়), ইউপি- চালাকচর, থানা-মনোহরদী, জেলা- নরসিংদীকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে মনোহরদী থানার মামলা নং-০৭, তারিখ-০৭/১০/২০২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। এএসআই (নিঃ)/মোঃ মাহমুদুল হক খান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় শ্রীপুর থানার মামলা নং- ২৭(৫)১৬, ধারা- বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, এর ০১ (এক) বছরে জিআর সাজা প্রাপ্ত আসামী-২। মো: সোহাগ রানা, পিতা- মৃত আজিজুল ইসলাম ওরফে আজিমুদ্দিন আজিম, থানা- মনোহরদী, জেলা- নরসিংদীকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।