বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী মঙ্গল কামনা ও ভাই-বোনের বন্ধনের উৎসব ভাইফোঁটা অনুষ্ঠিত কুড়িগ্রাম ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন নরসিংদীর শিবপুরে বিএসটিআই সনদ ছাড়াই উৎপাদন, নিউ সুমন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা দশ কোম্পানির বীমা খাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ই-রিটার্ন দাখিল সহজ করল এনবিআর প্রবাসীদের জন্য চীনের সহায়তায় নিজেদের হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার বর্ণাঢ্য আয়োজনে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সংযুক্ত ৫ ব্যাংকের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম

দশ কোম্পানির বীমা খাতের বোর্ড সভার তারিখ ঘোষণা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বীমা খাতের দশ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। বুধবার (২২ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় প্রান্তিক সংক্রান্ত নন-লাইফ বীমা খাতের নয়টি ইন্স্যুরেন্স কোম্পানি এবং লাইফ বীমা খাতের ১টিসহ মোট ১০টি কোম্পানির বোর্ড সভার নিধারণ করা হয়েছে। নন লাইফ বীমা কোম্পানিগুলো হলো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স এবং লাইফ বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

তথ্য অনুসারে,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর বিকেল ৩টায়।

সিটি ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর বিকেল ৪টায়।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর বিকেল ৪টায়।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর বিকেল ৩টায়।

প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর বিকেল ৪টায়।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর বিকেল ৩টায়।

মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর বিকেল ৩টায় ।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর বিকেল ৩টায়।

সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর বিকেল ৪টায়।

লাইফ বীমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com