রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

ক্যান্সার স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান বিশেষজ্ঞদের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ক্যান্সার নিয়ন্ত্রণে স্ক্রিনিং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ক্যান্সার বিশেষজ্ঞরা। শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-এর সমাপনী দিনে বক্তারা এই দাবি জানান।

দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন। তার গবেষণায় উঠে আসে বিশ্বে ক্যান্সার পরিস্থিতি এবং বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার নানা ঘাটতির চিত্র।
ডা. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যান্সার রোগীর তুলনায় রেডিও থেরাপি মেশিনের সংখ্যা অপ্রতুল। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৮৪ হাজার ক্যান্সার রোগীর জন্য প্রয়োজন অন্তত ২০৯টি রেডিও থেরাপি মেশিন, কিন্তু রয়েছে মাত্র ২৯টি। তিনি আরও বলেন, এত কম সংখ্যক মেশিন দিয়ে বিপুল রোগীর চিকিৎসা সম্ভব নয়। এতে সঠিক চিকিৎসার ঘাটতি ও বিলম্বের কারণে মৃত্যুহার বেড়ে যাচ্ছে।
তিনি চট্টগ্রাম ও সিলেটসহ বিভাগীয় শহরগুলোতে দ্রুত নতুন রেডিও থেরাপি মেশিন স্থাপনের তাগিদ দেন। 

ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এম. সাইফুল হক বলেন, ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। তাই সরকারের উচিত ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া। ক্যান্সার মৃত্যুহার কমাতে দরকার সঠিক নীতিমালা ও কৌশল।
তিনি জনসচেতনতা বৃদ্ধিকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 
কংগ্রেসের সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ক্যান্সারের বিরুদ্ধে এই যুদ্ধ জিততে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বিশেষ করে সাংবাদিকদের সামনে থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষজ্ঞদের অভিমত, সময়মতো স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ নিশ্চিত করা গেলে বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com