তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে বরিশালে অনুষ্ঠিত হয়েছে 𝗩𝗕𝗗 𝗕𝗮𝗿𝗶𝘀𝗵𝗮𝗹 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁 আয়োজিত ‘Idea2Impact Season 2.0’ কর্মশালা। শুক্রবার বিকেলে বরিশালের Jaago Foundation Office-এ আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান উপস্থাপন করেন।
এবারের থিম ছিল “From Problem Identification to Solution” -যেখানে তরুণরা শিখেছে কীভাবে একটি সাধারণ ভাবনাকে রূপ দেওয়া যায় বাস্তব ও কার্যকর সমাধানে। ওয়ার্কশপের অনুপ্রেরণামূলক সেশনে “Problem to Solution” বিষয়টি তরুণদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিষ্ঠান প্রতিনিধি আফিয়া ইবনাত বলেন,
“এই কর্মশালায় এসে বুঝেছি, ছোট একটি চিন্তাও পরিবর্তনের শুরু হতে পারে। টিমওয়ার্কের মাধ্যমে আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়াটা ছিল সত্যিই দারুণ অভিজ্ঞতা।”
প্রোগ্রাম সম্পর্কে ভিবিডি বরিশাল জেলা সভাপতি সুমন রহমান বলেন,
“Idea2Impact কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ নেতাদের গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। তরুণদের মধ্যে ইনোভেশন ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে আমরা সমাজে বাস্তব পরিবর্তন আনতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও উপস্থাপন দক্ষতার প্রশংসা করেন। প্রোগ্রামের শেষে সেরা আইডিয়া উপস্থাপনকারী টিমগুলোকে পুরস্কৃত করা হয়।
‘Idea2Impact Season 2.0’ তরুণদের দেখিয়েছে একটি ভাবনাই পারে পরিবর্তনের সূচনা ঘটাতে।