রাজশাহীর দুর্গাপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শফিউল ইসলাম শফি (১৫) নামের এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুর্গাপুর পৌর এলাকার বরিদ বাঁশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় অভিযুক্ত শফিউল তাকে পেয়ারা পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে টুটুল নামের স্থানীয় এক ব্যক্তির পুকুরপারে নিয়ে যায়।
এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে মা আমিরা খাতুন প্রতিবেশীদের নিয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ওই পুকুরপারে শিশুটিকে ধর্ষণের চেষ্টারত অবস্থায় শফিউলকে দেখা যায়। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শফিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।