দ্বিতীয়বারের মতো রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা কামরুস সোবহান।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২১৭তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মোস্তফা কামরুস সোবহান প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএর সাবেক সভাপতি মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র।
তিনি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতাও। মোস্তফা কামরুস সোবহান বর্তমানে বাংলাদেশের উরুগুয়ের সম্মানিত কনসাল এবং ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।