নরসিংদীর আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
খাদিজা আক্তার উত্তর বাগহাটা এলাকার বাসিন্দা মো. হানিফ মিয়ার মেধাবী কন্যা। জানা গেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তামিম (পিতা: কাজল মিয়া) ও তার সহযোগীদের নাম উঠে এসেছে।
মানববন্ধনে নিহতের বাবা হানিফ মিয়া, মা সেলিনা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রাহেল আহমেদ, এবং সহপাঠীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “খাদিজা ছিলো আমাদের গর্ব, মেধাবী ও স্বপ্নবাজ একটি মেয়ে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই খুনি তামিমসহ সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি দেওয়া হোক।”
বক্তারা আরও বলেন, “প্রতিনিয়ত মেয়েরা ঝুঁকির মধ্যে আছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এখনই সময় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।” পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।