বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ ও অবস্থান কর্মসূচি নরসিংদীতে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন গণভোটের প্রশ্ন কেমন হবে, পরিস্কার করলেন প্রধান উপদেষ্টা রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত: জানমালের নিরাপত্তা বিঘ্ন

নরসিংদীতে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নরসিংদীর আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

খাদিজা আক্তার উত্তর বাগহাটা এলাকার বাসিন্দা মো. হানিফ মিয়ার মেধাবী কন্যা। জানা গেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তামিম (পিতা: কাজল মিয়া) ও তার সহযোগীদের নাম উঠে এসেছে।

মানববন্ধনে নিহতের বাবা হানিফ মিয়া, মা সেলিনা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রাহেল আহমেদ, এবং সহপাঠীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “খাদিজা ছিলো আমাদের গর্ব, মেধাবী ও স্বপ্নবাজ একটি মেয়ে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই খুনি তামিমসহ সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি দেওয়া হোক।”

বক্তারা আরও বলেন, “প্রতিনিয়ত মেয়েরা ঝুঁকির মধ্যে আছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এখনই সময় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।” পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com