বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ ও অবস্থান কর্মসূচি নরসিংদীতে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন গণভোটের প্রশ্ন কেমন হবে, পরিস্কার করলেন প্রধান উপদেষ্টা রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পরিবেশ সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য “সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রাম”।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় আজ ১৩ নভেম্বর দিনব্যাপী ধামইরহাট উপজেলার খেলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল— বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য পুনঃব্যবহারের মানসিকতা সৃষ্টি, এবং “বর্জ্য নয়—সম্পদ” এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘বর্জ্য থেকে সম্পদ’ তৈরির হস্তশিল্প প্রদর্শনী। শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক, কাগজ, বোতল, কার্টুনসহ নানাবিধ ফেলে দেওয়া উপকরণ দিয়ে দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরি করে উপস্থাপন করে। তাদের সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা ও দক্ষতায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোহাম্মদ আলী, ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী এবং সিনিয়র অফিসার পারভীন সুলতানা।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে সেটিই আমাদের সম্পদে পরিণত হতে পারে।”
আয়োজক ইএসডিও প্রতিনিধিরা জানান, এধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হবে।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com