নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, বগারগোত গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নরসিংদী-১ আসনের জনপ্রিয় নেতা খায়রুল কবীর খোকন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রামের ধারা ও সাংগঠনিক পুনর্গঠনের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন।
খোকন বলেন, “বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। তৃণমূলে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাইদুর ইসলাম, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন—
আবু সাঈদ চৌধুরী, সভাপতি, নরসিংদী উপজেলা বিএনপি
এ.কে.এম গোলাম কবির কামাল, সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি
ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, নরসিংদী উপজেলা বিএনপি
মো. মোশাররফ হোসেন মনি, সভাপতি, করিমপুর ইউনিয়ন বিএনপি
মফিজুল ইসলাম মফিজ, সাধারণ সম্পাদক, করিমপুর ইউনিয়ন বিএনপি
কর্মসূচি সঞ্চালনা করেন ডা. মো. ইসলাম উল্লাহ আলী, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করেন খলিলুর রহমান ও শফিকুল ইসলাম। কর্মীসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা আগাম আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সক্রিয় থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।