রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কবিতা পড়লে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে কী ঘটে? নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ

এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ শনিবার ফের দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালে ৩.৩ এবং সন্ধ্যায় ৪.৩ মাত্রার এই কম্পনগুলোকে ‘আফটার শক’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। প্রতিষ্ঠানটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, সাম্প্রতিক ভূমিকম্পগুলো বাংলাদেশকে আবারও ভূমিকম্প-ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছে। ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চল ভূমিকম্পের অধিক ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থান করায় বড় কম্পনের পরপরই বেশ কয়েকটি আফটার শক হওয়া স্বাভাবিক। সাধারণত মূল ভূমিকম্পের মাত্রার চেয়ে অন্তত ১ পয়েন্ট কম মাত্রায় আফটার শক হয়ে থাকে। তাই ৭২ ঘণ্টার মধ্যে এমন কম্পন দেখা দিতে পারে। আতঙ্কিত না হয়ে ঝাঁকুনির সময়ে নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

গতকালের ভূমিকম্পের স্থায়িত্ব ও ঝাঁকুনি কেন বেশি ছিল—তার ব্যাখ্যায় মমিনুল ইসলাম বলেন, দেশের এই অঞ্চলের মাটির গঠন তুলনামূলকভাবে দুর্বল। মাটির দুর্বলতার কারণে কম্পন দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং ঝাঁকুনি তীব্র অনুভূত হয়।

তিনি আরও বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড মানা জরুরি। পাশাপাশি খোলা মাঠ ও পার্ক সংরক্ষণ করতে হবে এবং ভবনসংলগ্ন সড়কগুলো প্রশস্ত রাখতে হবে—যাতে কোনো বিপর্যয়ের সময় উদ্ধারকাজ সহজ হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com