মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘিওর উপজেলার ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোহাম্মদ ইলিয়াস হুছাইন সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন এবং সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।
এ সময় ইলিয়াস হুছাইন বলেন. মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের এই দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকাবাসী সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসীর মতে, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ–কষ্টে যিনি পাশে থাকেন, তাকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।
তারা আরও জানান, আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে আসন্ন নির্বাচনে মোঃ ইলিয়াস হুছাইনকে তারা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।