জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় নরসিংদী জেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাধবদী বিজয় ৭১ মঞ্চের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নরসিংদী জেলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব জহিরুল ইসলাম-এর সঞ্চালনায় আহ্বায়ক মোহাম্মদ জিহাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর জামায়তের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মতি, জুলাই সংসদের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সদস্য সাগর মিয়াসহ জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীরা।
এছাড়াও শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ পর্যন্ত এই শহীদ ও আহতদের নিয়ে তেমনভাবে কথা বলতে দেখা যায়নি। জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আজ অধিকাংশ শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত আছেন। আমরা সকল শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়।