ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার প্রার্থিতা বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর তিনি জমা দিয়েছেন। কমিশন যাচাইয়ের জন্য ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে, যার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। বাকি দু’জনের পরিচয় সত্য হলেও তারা ঢাকা-৯ আসনের ভোটার নন বলে কমিশন দাবি করে।
তাসনিম জারা আরও বলেন, ওই দুইজন ধারণা করেছিলেন যে তারা ঢাকা-৯ এলাকার ভোটার। যদিও তাদের ঠিকানা খিলগাঁও এলাকায়, তবে ওই এলাকার কিছু অংশ অন্য একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই দুই ভোটারের পক্ষে জানার কোনো উপায় ছিল না যে তারা ঢাকা-৯ এর অন্তর্ভুক্ত নন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও সুনির্দিষ্ট তথ্য বা ভোটার নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে তারা নিজেদের ঢাকা-৯ এর ভোটার মনে করেই স্বাক্ষর দিয়েছেন। এর মধ্যে একজনের জাতীয় পরিচয়পত্রে তাকে ঢাকা-৯ এর ভোটার হিসেবে উল্লেখ করা থাকলেও নির্বাচন কমিশন ভিন্ন তথ্য দিচ্ছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। সেদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।