ঘিওর, দৌলতপুর ও শিবালয়—এই তিন উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জনবান্ধব নেতা মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু ইট–পাথরের কাজ নয়; উন্নয়ন মানে সুশাসন প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করা।
তিনি দুর্নীতি, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। পাশাপাশি শিক্ষিত সমাজ গড়ে তোলা, নিরাপদ ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, গ্রাম ও শহরের রাস্তাঘাটের উন্নয়ন এবং ভয়াবহ নদীভাঙন রোধ করে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি আগামী নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে জনগণের সেবায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।