সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন বিলুকে হত্যা করেন আসামিরা। তখন তার বয়স ছিল ৪৫ বছর। এ ঘটনায় তার স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দিলে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরু করে।