বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

পদত্যাগ করছেন ম্যারাডোনা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৪৮৩

প্রথম বিভাগে উন্নীত হতে না পারায় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহর কোচের পদ থেকে সড়ে দাঁড়াচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা।

 

নিজেই কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাটিয়াস মোরলা।

 

খোরফাক্কানের সাথে ১-১ গোলে ড্র করার পরপরই পদত্যাগের ঘোষণা দেন বিশ্বকাপ বিজয়ী সাবেক এ আর্জেন্টাইন তারকা।

 

ড্র করা ঐ ম্যাচের পরে মোরলা টুইটারে লিখেছেন, আজকের ম্যাচের পরে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় দিয়েগো ম্যারাডোনা আর এই দলের কোচ হিসেবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

মোরলা আরো জানান, এই সিদ্ধান্তটি উভয় পক্ষের সমঝোতার মাধ্যমেই নেয়া হয়েছে। ক্লাবের ভবিষ্যতের জন্য ম্যারাডোনা শুভকামনা জানিয়েছেন।

 

গত বছর মে মাসে ৫৭ বছর বয়সী ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দেয় আল ফুজাইরাহ। দুই বছরের অনুপস্থিতির পরে আবারো গত মৌসুমে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ফিরে আসে ক্লাবটি। শুক্রবারের ম্যাচের পরে ক্লাবটির টেবিলের তৃতীয় স্থান থেকে আর উপরে উঠার কোন সম্ভাবনাই থাকলো না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com