সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়ার ৪নং গৈলা মডেল ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মরহুম সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার বাদ আছর বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে স্মরণসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
অন্যান্যদের মধ্যে দোয়া ও মিলাদে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, মরহুমের বড় ভাই সোহেল ইমরোজ লিটন তালুকদারসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ।
প্রকাশ, ১০মে দুপুরে ঢাকায় অবস্থান কালীন মস্তিস্কে রক্তরক্ষণ জনিত কারণে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২মে দুপুর ২টা ১০ মিনিটে লিমন তালুকদার ৪৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন। লিমন তালুকদার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শহীদ আব্দুর রব সেরয়িাবাত ডিগ্রী কলেজ সাবেক জিএস ও গভর্নি বডির সদস্য এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়কের দ্বায়িত্বসহ বিভিন্ন সামাজিক দ্বায়িত্ব পালন করেছিলেন।
আগৈলঝাড়া থেকে সবুজ সরদার