শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর। এতে সম্মাননা পেলেন বাংলাদেশের দুই কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও চম্পা।
বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিত মুখ এই দুই বোন। কলকাতার নামি নির্মাতাদের সিনেমায় অভিনয় করেছেন তারা।
১৯৭৪ সালে সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ববিতা। কুড়িয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি আর সম্মাননা। দেশে একাধিকবার জাতীয়সহ নানা পুরস্কারে ভূষিত হন ববিতা। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আজীবন সম্মাননা। শিগগিরই তার হাতে এই সম্মাননা তুলেন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন। শনিবারের আয়োজনে ববিতার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘আমার আজকের এই অর্জন বাংলাদেশের অর্জন। আমি সবসময়ই গর্ববোধ করি একজন বাংলাদেশি হিসেবে। কলকাতায় এমন সম্মাননায় ভূষিত হয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। আমার বাংলাদেশের দর্শকের জন্য এই সম্মাননা উৎসর্গ করছি।’
অন্যদিকে গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’সহ কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন চম্পা। তার হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।