সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
মংলা প্রতিনিধি : মংলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ আর্ন্তজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে মংলা থানা পুলিশ। শনিবার রাত ১১ টায় শহরের বন্দর হোটেল সংলগ্ন একটি পরিত্যাক্ত জায়গা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের ব্যবহৃত চাপাতি,রামদা ও কাটার সহ তালা ভাঙ্গার মেশিনারিজ ও ডাকাতীর সরঞ্জামসহ নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আটক এ ডাকাত দলটি শহরের প্রান কেন্দ্রে অবস্থিত একটি রাডের দোকার ও ‘ইউনি লিভার নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ১১ টার দিকে মংলা থানা পুলিশের একটি দল মেইন শহরের বন্দর হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছে-বাগেরহাটের শরনখোলা উপজেলার খোন্তাকাট গ্রামের শাহজান হাওলাদারের পূত্র বাবুল হাওলাদার (৪৫), রুহুল আমীন হাওলাদারের পূত্র শহিদুল হাওলাদার (৪০), মৃত আব্দুর রহমানের পূত্র বাবুল (৪০), মোঃ রহমানের পূত্র মালেক হাওলাদার (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের পূত্র ফখরুল ইসলাম (৫০)। পুলিশ আরও জানায়, এ ডাকাত দলের সদস্যরা গত ২৭ জুন রাতে বাগেরহাটের মর্গায় স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে। এ ছাড়া ওই ডাকাত দলটির বিরুদ্ধে খুলনা,বরিশাল,ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাংক,স্বর্নের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুট-ডাকাতির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মংলা থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। পরে তাদেরকে রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।