সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ফেনীতে গরুর ট্রাকের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ: নিহত ৬

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৬২৬
ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।হতাহতরা সবাই ঈদ উদযাপন করতে চট্টগ্রাম যাচ্ছিলেন।
সোমবার (২০ আগস্ট) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, সোমবার ভোর রাতের দিকে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসকে গরুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হন। নিহত ও আহতদের মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। লাশগুলো সদর হাসপাতালের মর্গে রয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, মাইক্রোবাস চালক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাইক্রোবাস যাত্রীরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে ঈদ করতে যাচ্ছিলেন বলে হাসপাতালে আহতদের পাশে থাকা একজন জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com