সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
বিকেলে অঘোষিত সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বিকেলে অঘোষিত সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

ভিশন বাংলা ডেস্ক: সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান ও বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করে যেমন ফুরফুরে মেজাজে আছে সরফরাজরা তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফিবাহিনীও। তাই মূল টুর্নামেন্টে খেলার আগে নিজেদের আরেবার ঝালাই করে নিতেই আজ এজবাস্টনে প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ-পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দু’দলই তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে। তাই অনেকটা শেষ পর্যায়ের প্রস্তুতিই বলা যায় এই ম্যাচ। যদিও র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা পাকিস্তান শুরুতেই নিজেদের গুটিয়ে নিয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা আট নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করছি, আমাদের হারানোর কিছুই নেই।’
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে কঠিন গ্রুপে। টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
এ ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছেন, ‘দল হিসেবে পাকিস্তান খুবই শক্তিশালী। যে কোনো দলকেই গুড়িয়ে দিতে পারে তারা। তাই টুর্নামেন্টের মূল ম্যাচগুলোর আগে আমাদের জন্য এটাও দারুণ সুযোগ।’
ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ছাড়াও ভারতের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ৩০ মে অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com