রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকেন।
আজ শুক্রবার দুপুরে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজঙ্গল গ্রামের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের সুখ এবং দুখে তাদের পাশে থাকেন। তাই তিনি অাবার ক্ষমতায় এলে মানুষের দুর্ভোগ থাকবে না।
প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সাহেবরা আর তার সাথে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তারা মনে করেছিল এই প্রধান বিচারপতির সাথে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে বিতারিত করবে। যখন তা হলো না তখন বলছে হায় হায় হায় সবই তো যায়।’ এসময় তিনি উপস্থিত জনতাকে অগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অাহ্বান জানান।
স্থানীয় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আল-মামুন ভূঁইয়া প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।