মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

ঢাকায় নেয়া হলো চামেলিকে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

ভিশন বাংলাঃ উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলি খাতুনকে ঢাকায় নেয়া হয়েছে।   জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নভো এয়ারলাইন্সের এটি ফ্লাইটে চামেলি খাতুনকে ঢাকায় নেয়া হয়।

চামেলির সঙ্গে মা ও বোনসহ পরিবারের তিনজন সদস্য গেছেন।  তাদের নিয়ে গেছেন জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেট।  ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে তাকে হাসপাতালে নেয়ার কথা রয়েছে।এর আগে সকালে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে নগরীর দরগাপাড়া এলাকার বাসা থেকে বিমানবন্দরে নেয়া হয় চামেলিকে।

জেলা প্রশাসনের এনডিসি আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে চামেলিকে ঢাকায় নিতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার চামেলি খাতুনের বাসায় গিয়ে তারা এনিয়ে কথা বলেন। পরিবারের সঙ্গে আলোচনার পর চামেলি ঢাকা যেতে সম্মত হন। এরপর তাকে ঢাকায় নেয়ার দ্রুত ব্যবস্থা করা হয়।চামেলি খাতুনের মারাত্মক আসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশ পেলে বুধবার তার বাড়ি যান স্থানীয়সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হানের নের্তৃত্বে জেলা প্রশাসনের একটি দল। ওই সময় দলটি চামেলিকে জানিয়ে এসেছিল তার চিকিৎসার দায়িত্বভার নেবেন প্রধানমন্ত্রী।এর আগে বুধবার সকালে চামেলি খাতুনের বাসায় যান রাজশাহী সিটি কর্পোরেশরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তাৎক্ষনিক উন্নত চিকিৎসায় চামেলির হাতে সহায়তার নগদ এক লাখ টাকা তুলে দেন মেয়র।এর আগের দিনই জাতীয় ক্রিকেট দলের দুই তারকা খেলোয়ার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান চামেলির সহায়তায় পাশে দাঁড়ান।  সহায়তায় এগিয়ে আসার আশ্বাস দেয় বিসিবিও।বাম পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গুরুতর ইনজুরি আক্রান্ত চামেলি খাতুন (২৭)। মেরুদণ্ডে ব্যাথাসহ অবশ হয়ে যাচ্ছে চামেলির শরীরের এক অংশ।  গত বিশ দিন ধরে একেবারে বিছানায় তিনি।নারী ক্রিকেটার চামেলির বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে জিম করার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে চামেলি জাতীয় দল থেকে অবসর নেন।  তবে আনসারের চাকরি চালিয়ে যান তিনি। কিন্তু লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি চামেলীর মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলোও নষ্ট হয়ে গেছে।  এতে তার শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাচ্ছে।আর্থিক অনটনে প্রায় আট বছর ধরে প্রায় বিনা চিকিৎসায় ধুকছিলেন এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com