শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা সদরের বিএইচপি একাডেমী ও সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের বিএইচপি একাডেমী ও সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, শাহআলম মতি, আঃ কাদের সরদার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা একাডেমী সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, যতীন্দ্রনাথ মিস্ত্রী, জহিরুল হক, গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, বিএইচপি একাডেমীর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রমনী কান্ত সরকার প্রমুখ।