মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৫ কেজি স্বর্ণসহ বিমানের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।
আটক বিমানের ওই পরিচ্ছন্নকর্মীর নাম মোস্তফা কামাল। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ৪.৬৪ কেজি স্বর্ণসহ ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাকে আটক করে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।
সাইদু্ল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। তার পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।