শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
অর্থনৈতিক প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ১০ লাখ ৭০ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ চার কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকা।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ নগদ ও ছয় শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে এক টাকা ৯০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৪৯ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে সাত কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর চার দশমিক ৬৪ শতাংশ বা এক টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা। দিনজুড়ে চার লাখ ৬২ হাজার ৭৫০টি শেয়ার মোট ৬০৪ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৫৮ লাখ ২৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৩২ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫ টাকায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২০ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করে।