শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

বিমানের টয়লেট থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানের টয়লেট থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে প্রায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, দুবাই থেকে সোমবার সকালে ঢাকায় আসা বিমানের ফ্লাইট বিজি-১২৮ থেকে এনএসআইয়ের সহায়তায় ওই স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানের টয়লেটে আয়নার পেছনে টেপ মোড়ানো অবস্থায় লুকানো ছিল সোনাগুলো। টেপ খুলে মোট ১০৬টি স্বর্ণের বার পাওয়া গেছে, যার ওজন ১২ কেজি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। কারা ওই স্বর্ণ সেখানে রেখে গেছে তা তারা তদন্ত করে দেখা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com