শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজউকের সহযোগিতায় রাজধানীর অভিজাত এলাকায় লেক সংরক্ষণে বিশেষ কর্মসূচী চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এ ধারাবাহিকতায় অব্যাহত রয়েছে লেক সংস্কার এবং সৌন্দর্য বাড়ানোর কাজ।
রাজধানীর গুলশান-নিকেতন লেক পাড়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান গুলশান সোসাইটির কর্মকর্তারা। বক্তব্য রাখেন, গুলশান সোসাইটি’র সভাপতি সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারাওয়াত সিরাজ, রাজউকের গুলশান-বনানী লেক পরিচালক আমিনুর রহমান শোভন-সহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজউকের সাথে চুক্তির পর থেকে গুলশানের লেকগুলো সংস্কারের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে, লেক পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ঝোপ-জঙ্গল পরিষ্কার এবং ওয়াক ওয়ে নির্মানে সরকারের পাশাপাশি অবদান রাখছে স্থানীয়রা।