শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করছে ঢাকা মহানগর পুলিশ ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জুয়া খেলায় বাধা, মালিককে মেরে মাটিতে পুঁতে ঢালাই করে কর্মচারীরা ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন: উপদেষ্টা ফারুক পূর্ব শত্রুতার জেরে নিরিহ পরিবারের উপর হামলা ও বসতবাড়ী ভাঙচুর-লুটপাট হজ্ব করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬ দেশে টিকার উপযুক্ত ৯৩ শতাংশ মেয়ে পেয়েছে এইচপিভি টিকা পশ্চিম থানা কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের: রুম ভাড়া দেবে না শিলিগুড়ির হোটেলগুলো
সল্পমূল্যের ল্যাপটপ বাজারে আনছে মাইক্রোসফট

সল্পমূল্যের ল্যাপটপ বাজারে আনছে মাইক্রোসফট

গুগল ক্রোম ওএস ও ক্রোমবুক কখনোই মূলধারার ল্যাপটপ বাজারে নিজের অবস্থান শক্ত করতে না পারলেও শিক্ষা ক্ষেত্রে স্বল্পমূল্যের নিরাপদ এই ল্যাপটপ দিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে।

এবার হারানো বাজার ফিরে পেতে মাইক্রোসফট তাদের পার্টনারদের মাধ্যমে কিছু স্বল্পমূল্যের উইন্ডোজ ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে। মাত্র ১৮৯ ডলার থেকে শুরু হওয়া মূল্যের ল্যাপটপগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। ল্যাপটপের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির দিকেও নজর দিচ্ছে মাইক্রোসফট।

নতুন ল্যাপটপগুলোর মূল্য সরাসরি ক্রোমবুককে লক্ষ্য করে করা হয়েছে। ল্যাপটপের পাশাপাশি মাইক্রোসফট সফটওয়্যারেও নতুনত্ব আনতে যাচ্ছে। জনপ্রিয় গেইম মাইনক্র্যাফ্টের শিক্ষামূলক সংস্করণে রসায়ন শেখার জন্য মোড যুক্ত করা হবে বিনামূল্যে।

পার্টনারদের মধ্যে রয়েছে লেনোভো ও জেপি। লেনোভোর ১০০ই ল্যাপটপটিতে থাকছে ইন্টেল অ্যাপোলো লেক সিরিজের প্রসেসর, ৩০০ই মডেলটি করা হয়েছে পেন ড্রইং ও ট্যাবলেট হিসেবেও ব্যবহার করার জন্য।

 জেডির একটি মডেল ট্যাবলেট হিসেবে, অন্যটি বায়োমেট্রিক সিকিউরিটি সমৃদ্ধ। লেনোভো ১০০ই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ১৮৯ ডলার, বাকিগুলো যথাক্রমে ২৭৯, ১৯৯ ও ২৯৯ ডলার।

উইন্ডোজ মিক্সড রিয়েলিটি হেডসেটের মূল্য হ্রাস, পিয়ারসন, ম্যাকমিলানের মতো জনপ্রিয় প্রকাশনীকে ভার্চুয়াল রিয়েলিটির জন্য শিক্ষামূলক কনটেন্ট আনতে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে বিবিসি ও অ্যানিমেল প্লানেটকে ভার্চুয়াল এক্সপেরিয়েন্স তৈরি করতেও মাইক্রোসফট নিযুক্ত করেছে। গুগল ক্রোমবুকের কাছে হারানো বাজার মাইক্রোসফটের মাধ্যমে ফিরে পায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com