শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে সকাল সাড়ে দশটার দিকে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। মাওনা রোডে তীব্র যানজট চলাকালে এক সরকারি হায়েস পিকআপ গাড়ির বেপরোয়া চালনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তবে অল্পের জন্য তা এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনার অজ্ঞান মোড় এলাকায় এক ব্যক্তি নিজ গন্তব্যে যাওয়ার সময় দেখতে পান একটি সরকারি অফিসিয়াল গাড়ি জ্যাম উপেক্ষা করে উল্টোপথে ও বিপজ্জনকভাবে গাড়ি চালাতে থাকে। হায়েস মডেলের গাড়িটি এমনভাবে চলছিল যেন কোনো ট্রাফিক নিয়মের তোয়াক্কাই করা হচ্ছে না। গাড়ির ডান পাশের লুকিং গ্লাসে ধাক্কা লাগিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনায় হতবাক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্বে ব্যবহৃত গাড়ির চালকেরা যদি এইভাবে ট্রাফিক আইন অমান্য করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেন, তবে দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে দাঁড়ায়।
ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, “একটা অফিসিয়াল গাড়ির চালক যদি গাড়ি চালাতে গিয়ে মানবতা না দেখায়, তবে সেটা শুধু দুর্ঘটনার নয়, বরং সরকারের ভাবমূর্তিরও ক্ষতি করে। এসব গাড়ি চালাতে নিয়োজিত ড্রাইভারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “মায়েরা সন্তানদের কষ্ট করে বড় করেন, আর একটুখানি বেপরোয়া গাড়ি চালনার কারণে কারও জীবন যদি অকালে নিভে যায়, তাহলে সেটার দায়িত্ব কে নেবে?”
এলাকাবাসীর দাবি, সরকারি গাড়িগুলোর চালকদের প্রশিক্ষণ এবং মনিটরিং আরও কঠোর করা হোক। একইসঙ্গে প্রতিটি সরকারি গাড়ির চালকের পরিচয় ও গাড়ির গতিবিধির উপর নজরদারির দাবি জানিয়েছেন তারা।