শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত আস্থা লাইফের ধামরাই শাখা উদ্বোধন জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মাওনায় সরকারি গাড়ির বেপরোয়া চালনায় বিপদজনক পরিস্থিতি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ
মাওনায় সরকারি গাড়ির বেপরোয়া চালনায় বিপদজনক পরিস্থিতি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী

মাওনায় সরকারি গাড়ির বেপরোয়া চালনায় বিপদজনক পরিস্থিতি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারী

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে সকাল সাড়ে দশটার দিকে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। মাওনা রোডে তীব্র যানজট চলাকালে এক সরকারি হায়েস পিকআপ গাড়ির বেপরোয়া চালনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তবে অল্পের জন্য তা এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনার অজ্ঞান মোড় এলাকায় এক ব্যক্তি নিজ গন্তব্যে যাওয়ার সময় দেখতে পান একটি সরকারি অফিসিয়াল গাড়ি জ্যাম উপেক্ষা করে উল্টোপথে ও বিপজ্জনকভাবে গাড়ি চালাতে থাকে। হায়েস মডেলের গাড়িটি এমনভাবে চলছিল যেন কোনো ট্রাফিক নিয়মের তোয়াক্কাই করা হচ্ছে না। গাড়ির ডান পাশের লুকিং গ্লাসে ধাক্কা লাগিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এই ঘটনায় হতবাক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্বে ব্যবহৃত গাড়ির চালকেরা যদি এইভাবে ট্রাফিক আইন অমান্য করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেন, তবে দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে দাঁড়ায়।

ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, “একটা অফিসিয়াল গাড়ির চালক যদি গাড়ি চালাতে গিয়ে মানবতা না দেখায়, তবে সেটা শুধু দুর্ঘটনার নয়, বরং সরকারের ভাবমূর্তিরও ক্ষতি করে। এসব গাড়ি চালাতে নিয়োজিত ড্রাইভারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “মায়েরা সন্তানদের কষ্ট করে বড় করেন, আর একটুখানি বেপরোয়া গাড়ি চালনার কারণে কারও জীবন যদি অকালে নিভে যায়, তাহলে সেটার দায়িত্ব কে নেবে?”

এলাকাবাসীর দাবি, সরকারি গাড়িগুলোর চালকদের প্রশিক্ষণ এবং মনিটরিং আরও কঠোর করা হোক। একইসঙ্গে প্রতিটি সরকারি গাড়ির চালকের পরিচয় ও গাড়ির গতিবিধির উপর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com