বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
সৌদি আরবে মাত্র ১২ হাজার রিয়ালকে ৪০ মিলিয়ন দাবি করে কেনাবেচা করার চেষ্টা করেছিলেন পাঁচজন ব্যক্তি। পরে অভিযান চালিয়ে রিয়াদের একটি বাড়ি থেকে জালিয়াত চক্রের ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
জানা গেছে, তাদের মধ্যে তিনজন সৌদি আরবের নাগরিক, একজন ইয়েমেনের এবং অপরজন পূর্ব আফ্রিকার দেশ ইরত্রিয়ার নাগরিক। অভিযান চালিয়ে তাদের লুকিয়ে রাখা চারটি বাক্স থেকে ওই অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, তারা এক ব্যক্তিকে বলেছিলেন চারটি বাক্সের মধ্যে ৪০ মিলিয়ন রিয়াল রয়েছে। ওই অর্থের বিনিময়ে লেনদেন করতে চেয়েছিলেন তারা।
পরে পুলিশ অভিযান চালিয়ে বাক্সগুলো জব্দ করার পর দেখে, সেখানে ৪০ মিলিয়ন রিয়ালের অনুরূপ অর্থ সাজানো রয়েছে। তবে বান্ডেলের ওপরের নোট আসল হলেও ভেতরের সবগুলো নোট জাল।
সেগুলো গুণে দেখা হয়, মাত্র ১২ হাজার রিয়াল রয়েছে সেখানে। বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় জালিয়াত চক্রকে আটক করে নিয়ে যায় পুলিশ।
সূত্র : সৌদি গেজেট