শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নে চলছে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিআইএসডিপি) এর আয়োজক। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন। কর্তৃপক্ষের কনফারেন্স রুমে গত ১৭ এপ্রিল শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআইএসডিপি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে মাস্টার ট্রেইনার ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ।
দ্বিতীয় দিনে লাইফ বীমা কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট এক্সপেন্স সম্পর্কে আলোচনা রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জামাল মোহাম্মাদ আবু নাসের। নন-লাইফ খাতের কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন প্রভাতী ইন্স্যুরেন্সের সিইও মো. আবদুস সালাম।
আগামী ২২ ও ২৩ এপ্রিল তৃতীয় ও চতুর্থ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২২ এপ্রিল শবে বরাতের ছুটি থাকায় এদিনের প্রশিক্ষণ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।