রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত সিটি আলো-এর‘ সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। ১০ সপ্তাহ মেয়াদের এ প্রোগ্রামে ২৮ জন নারী (প্রথমব্যাচে) অংশ গ্রহণ করে। এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। রাজধানী ঢাকার গুলশান এভিনিউয়ের স্কাইমার্কে সিটি আলো ফ্ল্যাগশীপ শাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস ইউ.আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পায়। জানুয়ারি মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়েছিল। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা-ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণী-বছরেচারবার এই প্রোগ্রামে অংশ গ্রহণ করার সুযোগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি