বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
তরুণীর হলো যমজ সন্তান, কিন্তু দুই শিশুর দুই বাবা!

তরুণীর হলো যমজ সন্তান, কিন্তু দুই শিশুর দুই বাবা!

ভিশন বাংলা ডেস্কঃ যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণী। কিন্তু পরীক্ষায় জানা গেছে, সেই দুই সন্তানের বাবা একজন নন! দু’জন আলাদা পুরুষের সঙ্গে সঙ্গমের ফলে এমন একই সঙ্গে দু’টি সন্তানের জন্ম দিয়েছেন তরুণী! যারা জন্মসূত্রে যমজ হলেও আসলে দুটো আলাদা নিষেকের ফলে জন্মানো শিশু। কী করে হল এমন? রহস্য উদ্ধার করতে গিয়ে বিস্মিত চিকিৎসা বিজ্ঞানও!

চীনের শিয়ামেন শহরের এই ঘটনায় সদ্য মা হওয়া ওই তরুণী প্রথমে দুই বাবার কথা মানতে চাননি ৷ তবে শেষ পর্যন্ত তিনি নিজেই স্বীকার করেছেন, একটি সন্তানের বাবা তার স্বামী হলেও, অন্য সন্তানটির বাবা তার ‘এক রাতের যৌনসঙ্গী’। অর্থাৎ ওয়ান নাইট স্ট্যান্ড পার্টনার। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমনটা বিরল। চীনের একটি ফরেন্সিক আইডেন্টিফিকেশন সেন্টারের ডিরেক্টর মিস ঝ্যাং জানিয়েছেন, পরীক্ষায় নিশ্চিত হয়েছে, শিশু দুটি একই মায়ের গর্ভ থেকে একই সময়ে জন্ম নিলেও, তাদের বাবা এক নন।

কিন্তু কেমন করে সামনে এল এই ঘটনা? প্রথম সংশয় কী করে তৈরি হল?

জানা গেছে, প্রথম প্রশ্ন তোলেন ওই তরুণীর স্বামী। সদ্য বাবা হওয়ার আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, যমজ সন্তান প্রাপ্তিতে যার আনন্দ কয়েক গুণ বেশি হওয়ার কথা ছিল, সেই বাবারই চোখে পড়ে, জন্মের সময় থেকেই শিশু দুটির মধ্যে বেজায় পার্থক্য। যমজ সন্তানের সব কিছুই যেখানে একই রকম হওয়ার কথা, সেখানে তাদের মধ্যে প্রচুর অমিল। এমনকী তিনি এ-ও দাবি করেন, যে একটি শিশু অবিকল তার মতো দেখতে, কিন্তু অন্যটি আলাদা। তখনই তিনি দাবি করেন বাচ্চা দুটির ডিএনএ টেস্টের। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অবশ্য আগে থেকেই অশান্তি ছিল তাদের মধ্যে।

তবে তা সত্ত্বেও, এমনটা বোধ হয় ভাবতে পারেননি কেউই। টেস্টের রেজাল্টে চমকপ্রদ তথ্য আসে! জানা যায়, দুজন আলাাদ ব্যক্তির বীর্য থেকে জন্মানোর কারণেই শিশু দুটি যমজ হওয়া সত্ত্বেও আলাদা। পরে তাদের মা স্বীকারও করে নেন, দুই সন্তানের দুই আলাদা বাবার কথা। পরে ওই শিশু দুটির জন্ম সরকারিভাবে নথিভুক্ত করতে গিয়ে যখনই দুজন আলাদা বাবার নাম সামনে আসে, তখনই জানাজানি হয় ঘটনাটি। ঝাঁপিয়ে পড়ে সংবাদমাধ্যমগুলো।

কিন্তু বিজ্ঞান কী বলছে, এমনটা কি হওয়া সম্ভব?

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, বিরলতম হলেও এভাবে আলাদা বাবার যমজ সন্তানের জন্ম অসম্ভব নয়। চিকিৎসা পরিভাষায় এই ঘটনার নাম ‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেসানডেশন’। এতে দুই রকম বিষয় ঘটে থাকে। হয় ওই মহিলা একই দিনে খুব কম সময়ের ব্যবধানে দুই সঙ্গীর সঙ্গে সঙ্গম করেছেন। ফলে তার ডিম্বাণু দুই বার নিষিক্ত হয়েছে, অথবা একই জনন-চক্রে দুটি ডিম্বাণু উৎপাদন হয়েছে ওই মহিলার শরীরে। দ্বিতীয় ক্ষেত্রে, ওই জনন চক্রেই রিপ্রোডাকটিভ সময়ে ওই মহিলা দুজনের সঙ্গে মিলিত হয়েছেন। এবং দুজনের শুক্রাণুই আলাদা আলাদা করে নিষিক্ত করেছে দুটি ডিম্বাণুকে। ফলে গর্ভে দুটি ভ্রুণ তৈরি হয়েছে, যাদের বাবা আলাদা। ডিম্বাণু বাঁচে ১২-৪৮ ঘণ্টা। স্পার্ম বাঁচে ১০ দিন। সে কারণে দুই পুরুষের দ্বারা ডিম্বাণু নিষিক্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে ঠিক কী ঘটেছে, তা জানা যায়নি এখনো।
সূত্র: দ্য ওয়াল

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com