রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

নয়াপল্টনে সিটি হার্ট শপিংমলের আগুন নিয়ন্ত্রণে

নয়াপল্টনে সিটি হার্ট শপিংমলের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সের লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল পৌনে ৮টার দিকে ওই মলে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান সাংবাদিকদের জানান, সকাল পৌনে ৮টার দিকে নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলের দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর সকালে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি দোকান পুড়ে গেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com