রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে জীবন বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৪ জুলাই সকাল সাড়ে ১০ টায় গুলশান সার্কেল-২ এর ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা।
২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১৬ সালে দেয় ২০ শতাংশ নগদ ও ২০১৫ সালে দেয় ১৮ শতাংশ নগদ লভ্যাংশ।
কোম্পানিটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার।