মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা স্বাধীনতা চায়নি তারা দেশের উন্নতি চাচ্ছে না। তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে; তারা ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়। আর যারা পাকি (পাকিস্তান) প্রেমে বিভোর হয়ে থাকে; তারা ক্ষমতায় গেলে দেশ রসাতলে যায়, এটি প্রমাণিত।’
বুধবার (৩ জুলাই) বেইজিংয়ে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই স্বপ্ন পূরণই আমাদের (বর্তমান সরকার) লক্ষ্য। উন্নয়নের পথে অনেক বাধা রয়েছে, সেগুলো অতিক্রম করেই এগিয়ে চলছি।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘাতকদের বিচার হয়েছে, কিন্তু মূল পরিকল্পনাকারীদের এখনো বিচার হয়নি। ভবিষ্যতে ওদেরও বিচার করা হবে।
তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা দেশকে পংগু করে রেখেছে। তারা দেশের উন্নয়ন দেখতে পায় না। গণতান্ত্রিক পরিবেশ তাদের অপছন্দ। তারা অগণতান্ত্রিক পরিবেশে ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখে।
তিনি আরও বলেন, চীন ও ভারতের মতো সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশ ও সরকার স্থিতিশীল রয়েছে বলেই দেশে বিনিয়োগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।