শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রবিবার রাজধানীসহ সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বাম দলগুলো। হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। তবে আজ সকাল থেকে হরতালের প্রভাব দেখা যায়নি রাজধানীতে।
রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, হরতালে সাড়া দেয়নি গ্যাসে চালিত বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, হিউম্যান হলারগুলো।
হরতালে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে।
হরতালের সমর্থনে গতকাল শনিবার (৬ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করেছেন জোটের নেতাকর্মীরা।
সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে বাস, মিনি বাস, হিউম্যান হলার চলতে দেখা গেছে। চালকরা বলছেন, হরতালের বিষয়ে গাড়ির মালিক পক্ষ কোনো সিদ্ধান্ত নেননি। অন্যদিকে কেউ কেউ বলছেন, হরতালের কোনো প্রভাব থাকবে না তাই নির্ভয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন।
ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে অন্য স্বাভাবিক দিনের মতো কর্মজীবী মানুষেরা কাজে বের হয়েছেন।
গত ৩০ জুন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরদিন ১ জুলাই হরতালের ডাক দেয় ৮ দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে।
সিপিবি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে তাঁদের জমায়েত হবে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেবেন। উল্লেখযোগ্য হিসেবে শাহবাগ, পল্টন, প্রেস ক্লাব, মোহাম্মদপুর, মিরপুর-১০, সূত্রাপুর, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় জমায়েত হবেন তারা।
এছাড়া বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় উপস্থিত থাকবেন। হরতাল উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় পল্টনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাপনী সমাবেশ হবে বলে জানানো হয়েছে।